শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে স্বামীর হাতে স্ত্রী খুন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:  নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার (১৩ জুন) সকালে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সালমা আক্তার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সৈয়দ সাইদুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামী শহিদুল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া গ্রামের ডহর পাড়ার সালাম মোল্যার ছেলে।

 

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া ডহর পাড়া শহিদুলের সাথে গাছবাড়িয়া গ্রামের সালমা আক্তারের বিয়ে হয়। তাঁদের দু’জনেরই আগে অন্যত্র বিয়ে ছিল। কিছুদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে সালমা আক্তার তাঁর বাবার বাড়িতে গাছবাড়িয়া গ্রামে চলে আসেন।

 

গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে স্বামী শহিদুল সালমার কাছে গাছবাড়িয়া আসেন পরে তাঁদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সালমাকে তাঁর স্বামী  শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে রেখে চলে যান বলে সালমার আত্মীয়রা অভিযোগ করেন। শুক্রবার সকালে পরিবারের লোকজন সালমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। বাড়ির পাশে জঙ্গলে তাঁর লাশ দেখতে পান স্বজনেরা। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি খুন হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ