শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 অভয়নগরে প্রবাসীকে গলা কেটে হত্যা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগর উপজেলায় হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়ার দাবি করেছে পুলিশ।
উপজেলার নাউলী এলাকার একটি মাছের ঘের থেকে,আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত প্রবাসী হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার সকালে নাউলি গ্রামের তবিবুর রহমান তাঁর ঘেরপাড়ে হাসানের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী পুলিশকে জানালে পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত প্রবাসীর বড় ভাই মুন্না শেখ জানান, ৮ বছর কুয়েতে ছিলেন হাসান। দীর্ঘ প্রবাস জীবন শেষে আড়াই মাস আগে দেশে ফিরে আসে। দুই মাস আগে বিয়ে করেন।
মুন্না আরও জানান, প্রতিদিনের মতো গতকালও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ