নিজস্ব প্রতিবেদক, নড়াইল:নড়াইলের কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রলিচাপায় মোঃ আজিজুর রহমান (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার জয়নগর-পানিপাড়া গ্রামীন সড়কের জয়নগর বাবলুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের ইবাদাত মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান দুই মাস আগে ছুটিতে বাড়ি ফেরেন। গত শুক্রবার (১৩ জুন) একই উপজেলার কামশিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে বাগদান হয় তাঁর । সোমবার দুপুরে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি গিয়ে নববধূকে দেখে কামশিয়া থেকে পানিপাড়া নিজ বাড়িতে ফিরছিলেন আজিজুর। জয়নগর-পানিপাড়া সড়কের জয়নগর বাবলুর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সৌদি প্রবাসী আজিজুর। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুরকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

