শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৩ 

আরো খবর

 বেনাপোল (যশোর):
 যশোরোর বেনাপোল সীমান্তে  অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বেনাপোলের বিভিন্ন সীমান্তে দুদিন  ধরে অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তা। এসময় তিনজনকে আটক করা হয়।
তারা হলেন বেনাপোল পোর্ট থানার খালিদ হোসেন (১৭), একই থানার মিলন হোসেন (৪৫) ও যশোরের চৌগাছা থানার আমিনুর রহমান (৩০)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, শাহাজাদপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।এসময় ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, জালনোট, ল্যাপটপ, মোবাইল, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের মূল্য ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।
এরমধ্যে শুক্রবার ১৭ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার মালামালসহ দুই চোরকারবারীকে আটক করা হয়। আর শনিবার ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকার পণ্যসহ  আরো েকজনকে আটক করা হয়।
 বিজিবি জানায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্রকে আটকে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আটক করা হয় চোরাই পন্যের চালান।

আরো পড়ুন

সর্বশেষ