শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ৮৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক 

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: যশোর ঝুমঝুমপুর এলাকা হতে ৫ টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (২৫ জুন) ভোর রাতে তাকে আটক করা হয়। আটককৃত ময়নাল উত্তর সিটি কর্পোরেশন, ঢাকার মিরপুর ০৯, কোর্টবাড়ীর আজগর মোল্লার ছেলে।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ০৫(পাঁচ) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।

আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা গমন করছিল।

আটককৃত স্বর্ণের মূল্য ছিয়াশি লক্ষ সাতাত্তর হাজার সাতশত দুই টাকা এবং মোবাইলের মূল্য ত্রিশ হাজার টাকা।  আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ