নিজস্ব প্রতিনিধি:
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রেন্ডি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাওয়ার পথে নতুনহাটে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মিলন (৪০), ও সদর উপজেলার উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)।
আহত হন প্রাইভেটকারের অন্য দুই আরোহী বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকার ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫)|
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইন গত প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে|

