নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুর উপজেলার হরিনা গ্রামে ঝুমুর বিশ্বাস (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঝুমুর বিশ্বাস দুই সন্তানের জননী। তার স্বামীর নাম তপন বিশ্বাস।
২৮ জুন সকালে মনিরামপুর থানা পুলিশ নিহতের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুন বিকাল ৩টার দিকে ঝুমুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। বলা হয়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে।

