বিশেষ প্রতিনিধি:
যশোর শহরে বিয়ের একদিন পর এক নব বধুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এলাকার তামিম হোসেন নামে এক যৃবকের বিরুদ্ধে । এ ঘটনায় কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তামিম হোসেন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসেনের ছেলে। পুলিশ অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। রোববার শহরের বারান্দী কদমতলারর ওই গৃহবধূ (১৮) কোতয়ালি থানায় মামলাটি করেন।
মামলায় তিনি উল্লেখ করেন তামিম হোসেন দীর্ঘদিন যাবত তাকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি তার পিতা মাতাকে জানালে তারা একাধিক বার এহেন কাজ করতে নিষেধ করলেও কোন কর্ণপাত করেনি।
বখাটে তামিমের হাত থেকে কণ্যার সম্ভ্রম রক্ষায় গত ২৬ জুন যশোরের অভয়নগর উপজেলা এলাকায় জনৈক যুবকের সাথে ওই যুবতীর বিয়ে দেয়া হয়। বিয়ের পর নব বধু তার পিতার বাড়িতে থাকা অবস্থায় গত ২৭ জুন শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে তামিম তার ঘরে প্রবেশ করে পিছন থেকে ঝাপটে ধরে। এসময় নব বধু চিৎকার দিলে তার মা এগিয়ে আসলে সে তাকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

