শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিন জনের মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর সার্কিট হাউজ পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের র্নিমানধীন ভবনের ষষ্ঠ তলার বারান্দা ভেঙে দুই ইঞ্জিনিয়ারসহ তিন জনের মৃত্যু  হয়েছে।
মঙ্গলবার সকালে এই দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতারা হলেন কুষ্টিয়া মজমপুর এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মিজান (৩৫), দিনাজপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ার আজিজুল(৩৪), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলী ছেলে শ্রমিক নুরু (৪৫)।

 

 

জানায় যায়, ঘটনার দিন সকালে খড়কি সার্কিট হাউজপাড়া ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন ভবনের ০৯ তলা বিল্ডিংয়ের ০৬ তলা উপর বারান্দায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দা ভেঙে নিচে পড়ে যায়। তখন ২ ইঞ্জিনিয়ারসহ এক শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম, পরীক্ষা-নিরীক্ষা করে উভয়কে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

যশোর কোতোয়ালি থানার এস আই জাহিদ হাসান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সম্পূর্ণ নিরাপত্তাহীনভাবে বিল্ডিং এর কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরো পড়ুন

সর্বশেষ