শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় গণপিটুনি: মারতে গিয়ে নিজেই মরলেন                                                   

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলাম (ফকির) নামে একজন নিহত এবং জহিরুল ইসলাম জহর নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। জহিরুল ইসলাম জহরকে খুন করতে গিয়ে নিজেই প্রাণ হারালেন ফকির।
ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে।
নিহত রফিকুল ইসলাম ফকির (৫৫)  ও আহত জহিরুল ইসলাম জহর (৪০)  দুজনে একই গ্রামের বাসিন্দা।
 জানাজায়, বুধবার (০২জুলাই) আনুমানিক সকাল ১১টায় জহর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাঁকড়া বাজারে যাওয়ার পথে সোনাকুড় গ্রামে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একই গ্রামের রফিকুল ইসলাম ফকির (৫৫) জহিরুল ইসলাম জহরকে আক্রমণ করে এবং ফকিরের হাতে থাকা দাঁ দিয়ে মাথায় আঘাত করে।
  জহরের চিৎকার শুনে স্থানীয় ও দোকানে থাকা লোকজন এসে জহরকে উদ্ধার করে এবং রফিকুলকে ধরে বেঁধে ফেলে। একপর্যায়ে উৎসুক জনতা রফিকুলকে গণপিটুনি দেয় এবং তিনি মারা যান।
অপরদিকে জহরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্জারি পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । তার অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী রেক্সোনা খাতুন বলেন, নিহত রফিকুল ইসলাম ফকির  মাদকাসক্ত ছিল এবং গ্রামের সবার সাথেই সে খারাপ আচরণ করে আজ সকালে যখন জহর বাজারে যাচ্ছিল তখন দেখতে পাই রফিকুল বোতলে প্রসাব করে রাস্তায় ছড়াচ্ছে এবং জহিরের গায়ে ছিটিয়ে দেয় সে নিষেধ করলেন রফিকুলের হাতে থাকা দা দিয়ে জহরকে আঘাত করে।
 নিহত রফিকুল ইসলাম ফকির এর বাড়িতে পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং থানায় কোন অভিযোগও করেনি।
ঝিকরগাছা থানার ওসি তদন্ত আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহত রফিকুল ইসলাম ফকিরের পরিবার এজাহার দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আরো পড়ুন

সর্বশেষ