রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

 মনিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২,‌ চালক আটক 

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: যশোর মনিরামপুর সড়কের মনিরামপুর ডিগ্রী কলেজের সামনে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর পুলিশ ঘাতক বাস ও তার চালক আব্দুল গণিকে আটক করেছে।

নিহতরা হচ্ছে,যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।

স্থানীয়দের উদ্রতি দিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে  অপর এক যাত্রীবাহী ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নাজমুল হোসেন নিহত হন। এসময় চালক দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করার সময় পাশে অপর এক পথচারী রতন হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

আহত হন ভ্যানে থাকা ৩ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।

খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামকস্থানে গতিরোধ করে বাস ও চালক আব্দুল গনিকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক ড্রাইভার জানান,দূর্ঘটনার সময়ে(৬জুলাই)বেলা দেড়টার দিকেও সোজাসুজি ২/৩শ মিটার রাস্তার ২ পাশে ছিলো বালি ভর্তি ট্রাকের লম্বা লাইন। মূলত ঐ দু’পাশে ট্রাক থাকাতে ১৮ ফুট প্রসস্থের রাস্তাটি ৬ ফুটে পরিনত হওয়াতে ভ্যান-বাসের এ মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী জানান,ভ্যান চালককে চাপা দিয়ে  চলে যাওয়ার সময় বাসটিকেে অপর এক পথচারী গতিরোধ করলে বাসের ড্রাইভার (আব্দুল গনী) তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দিলে তার মৃত্যু হয়।
মর্মান্তিক এ দূর্ঘটনায় মণিরামপুর থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
‎মহাসড়কের জায়গা দখল করে বালি বিক্রয়ের সাথে সম্পৃক্ত কাউকে না পাওয়া গেলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে  জানিয়েছেন,মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
স্থানীয়রা জানান,প্রতিদিন ভোর হতে দুপুর ২-৩টা পর্যন্ত মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে থেকে বাজার পর্যন্ত বসে অস্থায়ী কুষ্টিয়ার বালির হাট। তবে শুধু বালি বিক্রয়ের ট্রাক না ঐ এলাকা কেন্দ্রীক কয়েকটি যানবাহন ওয়াস করা গ্যারেজের কারনে সব সময় মহাসড়কে বাস,ট্রাক,মাইক্রোবাস দন্ডায়মান থাকে। আর এতেই দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে ওই এলাকাটি।

আরো পড়ুন

সর্বশেষ