চৌগাছা (যশোর) থেকে ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া রাস্তাটি যেন এখন মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। টেঙ্গরপুর মোড় থেকে খড়িঞ্চা বাজার এবং তেল পাম্প থেকে পুড়াপাড়া ক্লিনিক পর্যন্ত জনদুর্ভোগ চরম পর্যায় পৌঁছেছে।
খানাখন্দে ভরা বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা এতটায় করুণ যে, পথচারীরা দিনের আলোয় চলতে গিয়েও আছাড় খাচ্ছে।ফলে কারো হাত ভাংছে কারো আবার পা। নষ্ট হচ্ছে অনকের শখের বাইসাইকেল, মটর সাইকেল।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা সড়কটি এখন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা, গর্ভবতী নারী ও বৃদ্ধ -বৃদ্ধারা পড়ছেন চরম বিপাকে। স্থানীয় ব্যবসায়ীরাও মালামাল পরিবহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন । পথচারী এবং এলাকাবাসীকে কতৃপক্ষকে গালাগলি করতেও শোনা যাচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, সড়কটির কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। মনে হচ্ছেসড়কটি অভিভাবকহীন হয়ে পড়েছে। যেন দেখার কেউ নেয়।
আন্দারকোটা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক তমিজ উদ্দীন বলেন, এই সড়ক দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া-আসা এখন যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বাচ্চারা প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছ। সামনের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠবে।
দ্রুত রাস্তাটির সংস্কার করা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার দায় কর্তৃপক্ষমে নিতে হবে। ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

