ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একাধিক মামলার আসামি রয়েল (৩২) কে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
রবিবার (৬ জুলাই) আনুমানিক রাত আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাড়িয়াদেয়াড়া (চাতালপাড়া) নিজের দোচালা টিনশেটের রুমের ভিতর থেকে তাকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ম্যাগাজিন সংযুক্ত একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। আটককৃত আসামি উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের শুকুর আলির ছেলে। আসামির বিরুদ্ধে চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা থানায় একাধিক মামলা আছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি নুর মোহাম্মদ গাজী জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

