শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা উন্নতি সম্ভব নয় – সিনিয়র সচিব

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ডঃ নাসিমুল গণি বলেছেন, জুলাই উত্তোর বাংলাদেশে সকলের সহযোগিতা ছাড়া প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়। আমাদের প্রত্যেককে তার নিজস্ব জায়গা থেকে বিবেককে কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে জেলার আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সকল বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

 

জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে“ পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালন” – শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার মিজানুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্মসচিব মাহাবুবুর রহমান মিলন, সেনাবাহিনীর যশোর কমান্ডের কোম্পানী কমান্ডার , ৪৯ বিজিবির কোম্পানী কমান্ডার, র‌্যাব-৬ এর যশোর সিপিসি-৩ এর কমান্ডার, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান, জেলা পরিষদের সিইও আসাদুজ্জামান, ডিডিএলজি রফিকুল হাসান, এডিসি রেভিনিউ সুজন সরকার, এডিএম কমলেশ মজুমদার, সিভিল সার্জন ডাঃ মাসুদ হাসানসহ জেলার সকল সরকারী দপ্তরের দপ্তর প্রধানগন এবং সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

 

 

সভায় তিনি বলেন, মনে রাখতে হবে অতিরিক্ত কোন কিছুই ভালো না। রুটি রুজির মালিক আল্লাহ। দিন শেষে সেই সৃষ্টি কর্তার কাছেই আপনাকে, আমাকে, আমাদের সকলকে ফিরে যেতে হবে। জবাবদিহি করতে হবে। আমরা কতটুকু ভালো কাজ করেছি তার হিসাব দিতে হবে। মনে রাখতে হবে হিসাব গ্রহণে আল্লাহ সর্বোচ্চ নীতি নির্ধারক। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে তার ( আল্লাহর) হক আদায় না করার জন্য মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। তাই সকলকে খুব সতর্কতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। মানুষের হক আদায়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

 

সভায় প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই ১৯৭১ সাল, ১৯৯০ সাল এবং ২০২৪ সালসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং জুলিাই বিপ্লবে আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ