নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিলনা, আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুণর্গঠন করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুণর্গঠন করা সম্ভব হতো তাহলে হয়তো আমাদের দল গঠন করার প্রয়োজন হতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারি নি। আমরা গণঅভ্যুত্থানের ৭/৮ মাস দেখেছি, দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য আসন ভাগবাটোরা করতে ব্যস্ত হয়ে গেছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা সেই তরুণেরা যারা গণঅভ্যুত্থান করেছিলাম, ফ্যসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে লড়াইল করেছিলাম, আপনাদের কাছে এসেছি নতুন দেশ গড়ার আহবান নিয়ে। আমরা কখনো আপোষ করিনি, কখনো লোভ করিনি, আপনাদের অধিকার আদায়ে কাজ করেছি। গণঅভ্যুত্থানের সময় আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছিলেন, আপনারা আমাদের ওপর সেই আস্থা রাখুন। বাংলাদেশে নতুন একটি শক্তির উত্থান ঘটেছে, আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলবো। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা শুনেছি নির্বাচন কমিশনরা দিনের ভোট রাতে করেছেন। পুলিশ ও সেনাবাহিনীকে স্বাক্ষী রেখে ভোট কেটেছেন। সেই নির্বাচন কমিশনার হুদার অবস্থা কি তা আপনারা জানেন। জুতার মালা গলায় নিয়ে কারাগারে গিয়েছে। আমরা শুনছি শাপলা প্রতিক আমাদের দেওয়া হবে না। নির্বাচন কমিশন মিটিং করার আগেই কিভাবে এই খবর প্রচার হলো? ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। আপনাদের রিমোট কন্ট্রোল কাদের হাতে তা আমরা জানি। ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নড়াইল জেলা শাখার প্রধান সমন্বয়ক লে. ক. এম শাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এনসিপি’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিানাঞ্চল), সারজিস আলম (উত্তরাঞ্চল), কেন্দ্রিয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, ডাঃ তাসনিন জারা, খুলনা অঞ্চলের পরিচালক মোল্যা রহমত উল্লাহ, কেন্দ্রিয় যুগ্ম-সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমিসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ করে।

