শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ১৯৬৮ সালের নির্মিত কালভার্ট ভেঙে রাস্তা বন্ধ, শহরে তীব্র যানজট

আরো খবর

বিশেষ প্রতিনিধি: যশোরে টানা বর্ষণের কারণে গরীব শাহ রোডের একটি পুরোনো কালভার্ট ভেঙে রাস্তা ধসে পড়েছে। ১৯৬৮ সালে নির্মিত এই কালভার্টটির নিচে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় মাজারের সামনের রাস্তার একাংশ ঢালু হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে বড় ধরনের ধসের আশঙ্কা। ঝুঁকি এড়াতে পৌরসভা রাস্তা বন্ধ করে দিলে শহরের একাধিক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই কালভার্টের নিচে ফাটল দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে দেখা যায়, সড়কটির একটি অংশ দেবে গেছে এবং পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধের নির্দেশ দেন। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় শহরের এসপি অফিস মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, প্যারিস রোড, পৌরসভা রোড, জজকোর্ট মোড়, সিভিলকোর্ট মোড় এবং মুজিবসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। একইদিনে শহরে দুটি রাজনৈতিক কর্মসূচি থাকায় যানজট আরও প্রকট আকার ধারণ করে।

পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, পুরোনো এই কালভার্টটি মাঝখান থেকে ভেঙে গেছে, যা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। টানা বৃষ্টির কারণে আশপাশের মাটি সরে গিয়ে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে। যেহেতু এটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন, তাদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগকে সহায়তার অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাবুব হায়দার খান বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার পাশাপাশি সেখানে পৌরসভার একটি পাইপও ফেটে গেছে, ফলে পরিস্থিতি জটিল হয়েছে। এই কালভার্ট দিয়েই শহরের একটি বড় অংশের পানি নিষ্কাশন হয়, তাই একেবারে বন্ধ করাও সম্ভব নয়। আপাতত একটি বিকল্প পাইপ স্থাপন করে তার ওপর মাটি ফেলে সাময়িকভাবে সড়ক সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভাও আমাদের সহযোগিতা করছে।

বিশেষজ্ঞরা বলছেন,পুরোনো অবকাঠামো সময়মতো সংস্কার না হলে এমন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝুঁকিপূর্ণ কাঠামোগুলোর দ্রুত জরিপ ও সংস্কারের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন

সর্বশেষ