শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পানি দিবসের আলোচনা সভায় বক্তারা এখনই নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে

আরো খবর

সাতক্ষীরা:

সাতক্ষীরায় পানি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, এখনই সবার জন্য নিরপদ সুপেয় খাবার পানি নিশ্চিত করতে
সুনির্দিষ্ট টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলায় দিনদিন নিরপদ খাবার পানির উৎসগুলো কমে যাচ্ছে। এগুলো টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশ^ পানি দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৩০ মে ২০২২ সোমবার সকাল ১০টায় উন্নয়ন সংগঠন স্বদেশ’র সভাকক্ষে মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকরা। আলোচকবৃন্দ সভায় সকল নাগরিকের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতহ করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এএলআরডি’র সহযোগিতায় স্বদেশ-সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কাউন্সিলার কায়ছারুজ্জামান হিমেল।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, উন্নয়নকর্মী হেড’ নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সিডো’র প্রধান নির্বাহী শ্যামল বিশ^াস, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, মৃত্তিকার নির্বাহী পরিচালক আবদুস সালাম, প্রভার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম প্রমুখ।

সভায় আলোকচবৃন্দ আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। সুন্দরবন সংলগ্ন এই জেলা মাছ, কৃষি, প্রাণবৈচিত্র্যের অন্যতম আবাসভূমি। জেলার প্রায় ২০ লক্ষ মানুষ এখন সুপেয় নিরাপদ খাবার পানির সংকটে ভুগছে।

বৈশি^ক জলবায়ু পরিবর্তনের ফলে এখানকার ভূ-প্রকৃতি যেমন পরিবর্তীত হয়েছে, নাব্যতা হারিয়েছে বড় নদী, শাখা নদী, তেমনি জলাবদ্ধতার শিকার এখানকার অধিবাসিবৃন্দ। হারিয়ে গেছে বহু প্রজাতির ধান, মাছ,নষ্ট হচ্ছে কৃষি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। এখানকার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা, তালা, কলারোয়া ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে আর্সেনিকের ফলে এবং ভূ-গর্ভস্থ পানি সংকটের ফলে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। বিশেষত, সরাসরি উপকূলে বসবাসকারী মানুষের দুর্ভোগ অবর্ণনীয়। এখনই সকলের জন্য নিরপদ সুপেয় খাবার পানি নিশ্চিত করতে সুনির্দিষ্ট টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সুপারিশসমূহ:
১. জেলার সকল প্রাকৃতিক জলাধার সংরক্ষণ করতে হবে।
২. পৌরসভার পানি নীতি সংস্কার ও বাস্তবায়ন করতে হবে।
৩. পানি অপব্যবহার রোধে সাধারণ মানুষকে সচেতন করতেহবে।
৪. গভীর নলকূপ স্থাপন ও ব্যবহারে নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করতে হবে।
৫. জাতীয় পানি নীতিমালা সংস্কার, পরিমার্জন, পরিবর্ধন ও বাস্তবায়ন করতে হবে।

একাত্তর/কামাল

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ