নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও তাঁর ভাই বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় নড়াইলের কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ জুলাই সকালে কালিয়া ডাকবাংলো চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রত্মতত্ব অধিদপ্তরের সম্পত্তি দুইশ’ বছরের পুরোনো কালিয়ার ঐতিহ্যবাহী প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শংকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা যা বর্তমানে ডাকবাংলো নামে পরিচিত। এই চত্বরে দোকান ঘর নির্মানের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, কালিয়ার বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, ছাত্র নেতা রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মেহেদী হাসান, ব্যবসায়ী উত্তম ঘোষ ও মিন্টু ঘোষ।
বক্তগণ বলেন, কালিয়ার ঐতিহ্য বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাসভূমি। এ আবাসভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মালম্বীদের মন্দির, যেখানে প্রতিবছর চড়ক মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে শহীদ মিনারসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী শহীদদের নাম ফলক। ডাকবাংলো চত্বর যা কালিয়াবাসীর প্রাণ। অথচ সে দিকে লক্ষ্য না করে এখানে দোকান ঘর নির্মান করা হচ্ছে। বক্তাগণ এ নির্মান কাজ বন্ধ করে ঐতিহ্য সংরক্ষণের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৪৮ সালে দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকর বসতবাড়ি ছেড়ে ভারতে চলে গেলে তা সরকারী সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। পরবর্তীতে তাঁদের বসতবাড়ি বাংলাদেশ প্রতœতত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণে নেয়।

