শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে জমি নিয়ে বিরোধে পিতা-পুত্র খুন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতি পক্ষের হামলায় ঘটনাস্থলেই পিতা জাহাঙ্গীর শেখ (৬০) নিহত এবং তাঁর পুত্র নাহিদ শেখ (৩০) কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বুধবার (১৬ জুলাই) দুপুরে লোহাগড়ার উপজেলা কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের পার্শ্ববর্তী বিলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কবির শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের মৃত. মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে জমি নিয়ে গোষ্ঠিগত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ ও তাঁর ছেলে নাহিদ শেখ বিরোধীয় জমিতে চাষাবাদ করতে যান। এ সময় প্রতিপক্ষ মান্দার শেখের পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই নিহত হন এবং তাঁর ছেলে নাহিদ গুরুতর আহত হন।

 

নাহিদকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল সদর (জেলা) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় নাহিদ শেখকে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

 

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম পিতা-পুত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থল থেকে কবির শেখ নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ