কপিলমুনি(খুলনা)প্রতিনিধি: খুলনার আঠারো মাইল পাইকগাছা-কয়রা সড়ক সংস্কারের দাবিতে শনিবার সকাল ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ দিন উপজেলার কপিলমুনি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সভাপতি রফিকুল ইসলাম রফিক।
পরে খুলনার ১৮ মাইল থেকে পাইকগাছা কয়রা সড়ক সংস্কারের দাবীতে উপজেলার মুচিরপুকুর সংলগ্ন রাস্তায় মানববন্ধনে এডভোকেট সারোয়ার মাহবুব এর পরিচালনা এস সাদেকুজ্জামান সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, মাওলানা নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা, কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক দলের পাইকগাছা থানার সদস্য জি এম ফারুক হোসেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য হাবিল, শান্ত, আমানুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক ফোরাম পাইকগাছা কয়রার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
নেতৃবৃন্দ এলাকাবাসীর দাবির সাথে একাত্ম ঘোষণ করেন।

