শ্যামল দত্ত চৌগাছা (যশোর): টানা বর্ষনে বদলে গেছে যশোরের চৌগাছার ফুলসারার ফসলি মাঠ।সেখানে পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা আবাদি জমি। পল্লীর মাঠে জমে থাকা পানিতে ফুটে উঠেছে অপরুপ দৃশ্য।অনেকে যাকে কিশোরগঞ্জের ‘মিঠা মাইন হাউর’ বলছেন। প্রাকৃতিকএই মনোরম দৃশ্য দেখার জন্য সেখানে ভীড় করছে উৎসুক মানুষ। এ উপলক্ষে রাস্তার দুই ধারে বসেছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান।
ফুলসারা গ্রামের জহরুল ইসলাম বলেন দীর্ঘদিন বৃষ্টিপাতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাঠের পর মাঠ পানিতে থৈ থৈ করছে । আর এই পানি খুবই স্বচ্ছ। এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন ভিড় করছেন।
২য় বর্ষের ছাত্রী শেমলী খাতুন বলেন, প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই ভালো লেগেছে । এখানে আইন-শৃঙ্খলার কোন বাহিনী ও প্রশাসনের কোন ব্যক্তি না থাকলেও সবাই নিয়ম শৃঙ্খলা ভাবে ঘোরাফেরা করছেন । প্রাকৃতিক দৃশ্য অনুভব করছেন।

