শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ইমিগ্রেশনে মৌলভীবাজারের ছাত্রলীগ নেতা আটক

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনে সাত মামলার পলাতক আসামি আব্দুস সামাদ আজাদ (৩২)-কে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানাগেছে। সে মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, বুধবার সকালে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। এসময় ইমিগ্রেশন পুলিশ তার ডাটাবেজ যাচাইয়ের পর তার নামে ৭টি মামলা পাওয়া যায় তখন তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস সামাদের (পাসপোর্ট নং এ-১৩-৯৫৯১৯২)।

সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেন। এসব মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে ৭ টি মামলা থাকায় তাকে উক্ত থানায় হস্তান্তর করা হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ