শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে জমে উঠেছে বৃক্ষ মেলা

আরো খবর

নাজমুল হোসেন মিলন: যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা জমে উঠেছে। দেশি-বিদেশী, ফলজ, বনজ ও ওষধীসহ নানা প্রজাতির গাছের চারা এসেছে বৃক্ষ মেলায়। মেলায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ তাদের পছন্দের চারা ক্রয় করতে ভীড় জমাচ্ছে। সেই সাথে মেলার

 

অপরূপ সৌন্দয্য উপভোগ করতে আসছে বৃক্ষপ্রমিরা।বুধবার সরোজমিনে বৃক্ষমেলায় এসব চিত্র দেখা যায়।
বিরামপুর থেকে চারা কিনতে আসা আব্দুর রহিম বলেন, আমি হাইব্রিট জাতের সুপারি গাছের চারা, দেশি লেবুর চারা ও ২টি আম গাছের চারা কিনতে এসেছি। আমার বাড়ির সীমানা দিয়ে সুপারি, লেবু গাছ রোপন করব। এখন শ্রাবন মাস চারা লাগানোর উপযুক্ত সময়। এই মাসে গাছের চারা রোপন করলে মরার সম্ভবনা খুবই কম।

 

চারা কিনতে আসা ১০ম শ্রেণীর ছাত্রী অর্পা দেবনাথ বলেন, আমাদের বাড়ীর ছাদের উপর ফুলের বাগান করার জন্য  ফুলের চারা কিনতে এসেছি। সে কম মূল্যে চারা কিনতে পেরে খুশি হয়েছে বলে জানায়।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল বলেন, দেশি-বিদেশী, ফলজ, বনজ ও ওষধী গাছের চারা দিয়ে সাজানো হয়েছে এবারের বৃক্ষ মেলা। বৃক্ষ প্রেমিদের কথা মাথায় রেখে এবং পরিবেশের কথা চিন্তা করে সুলভ মূল্যে প্রতিটা স্টলে চারা বিক্রি করা হচ্ছে। দর্শনাথীদের জন্য আকর্ষনীয় গাছের চারা আনা হয়েছে এবারের মেলায়।

 

তিনি বলেন সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। এসময় স্টল পরিদর্শন ও চারা বিক্রি করা হচ্ছে। তিনি বৃক্ষ প্রেমিদের মেলায় সুলভ মূল্যে চারা সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন।

 

১৯ জুলাই যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ