শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে রেল ও সড়ক দূর্ঘটনায় নিহত ২

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কেটে আমচি (৫৫) নামে এক নারী ও সড়ক দূর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। সে একজন প্রতিবন্ধি। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করে। মৃতদেহ যশোর রেল পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। 
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিক রুহুল আমিন মোটরসাইকেল যোগে কালীগঞ্জে দিকে আসছিল। পথিমধ্যে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি মাঠের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে ইঞ্জিন চালিত নসিমন গাড়িতে ধাক্কা মারে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হয়। নিহত নারী মানুষিক প্রতিবন্ধি বলে স্থানীয়রা জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ