শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিমানে যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে ফিরল চট্টগ্রামে

আরো খবর

বিশেষ প্রতিনিধি: দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

 

বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ঢাকা যেতে পারেনি। ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে। বিমানে ২৮৭ জন যাত্রী ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে রয়েছেন। কারও কোনো সমস্যা হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ