নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা ভিসা নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার বেনাপোল ইমিগ্রেশনে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট নাম্বার (A-01151173) ইমিগ্রেশন ডেস্কে জমা দেন এই শ্রমিক নেতা। এসময় চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচা্ই করে। এবং তার পাসপোর্টে স্টপ লিস্ট ও মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে।
খাঁন মনির হোসেন মনি বাগেরহাট সদর থানার নগরবাজার মেইন রোডের বাসিন্দা এবং মৃত মসলেম আলী খাঁনের ছেলে।
পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন মনি। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে বাগেরহাট সদর থানায় ২টি মামলা রয়েছে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গত বছরের সেপ্টেম্বরে বাগেরহাট সদর থানায় তার নামে দুটি মামলা রয়েছে। সেহেতু তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

