শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল স্থলবন্দরে নবনির্মিত মসজিদ উদ্বোধন

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের ভেতরে নামাজ আদায়ের জন্য নবনির্মিত একটি আধুনিক মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নবনির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সরোয়ার আলম। এসময় বেনাপোল বন্দরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বেনাপোল গাজীপুরের বাসিন্দা সোহেল মাহমুদ জানান, বন্দরের সাধারণ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের জন্য নির্মান করা হয়েছে আধুনিক মানের এই মসজিদ। বেনাপোল ১ নং গোডাউনস্থ একটি টিনের চালার অস্থায়ী মসজিদ ছিলো। সেই জায়গায় দীর্ঘ বছর পর আজ দৃষ্টি নন্দন একটি মসজিদ হলো ‘আলহামদুলিল্লাহ’ খুবই ভালো লাগছে। এখানে এখন থেকে সকল শ্রেনীর মানুষ নামাজ আদায় করতে পারবে। আজ উদ্বোধনের মধ্যে দিয়ে মসজিদটিতে প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন বলেন, আমি এই বন্দরে যাতে সুষ্ঠুভাবে দ্বায়িত্ব পালন করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি শুনেছি এখানে (বন্দরে পূর্বে) একটি পুরোনো, জরাজীর্ণ ও অবহেলিত মসজিদ ছিল। শ্রমিকদের নামাজ আদায়ে অসুবিধা হতো। সেই কথা মাথায় রেখে একটি আধুনিক, শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল মসজিদ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এই মসজিদ আরও সম্প্রসারিত করা হবে। বন্দরের শ্রমিকদের কথা চিন্তা করে হাসপাতালের দাবিও আমরা মন্ত্রানালয়ে জানিয়েছি।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, বন্দরের শ্রমিকদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল একটি বড় মসজিদের। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমাদের আরেকটি বড় স্বপ্ন রয়েছে সেটি একটি হাসপাতাল নির্মাণ। আমি সরকারের কাছে জোর দাবি জানাই, যেন বন্দরে দ্রুত একটি হাসপাতাল স্থাপন করা হয়।

মসজিদ উদ্বোধনে উপস্থিত থেকে নামাজ আদায় করেন, বাংলাদেশ নৌপরিবহণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামিম হোসেন,উপ-পরিচালক মো. মামুন কবি তরফদার, মসজিদের ইমাম জহিরুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ের বন্দরের কর্মকর্তা, শ্রমিক ও স্থানীয় মুসল্লিরা সহ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ