শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মরহুম জিন্নাত আলীর রুহের মাগফিরাত কামনায় যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের পাঁচটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলো হলো, বায়তুন নূর জামে মসজিদ, সুলতানপুর বিশ্বাসপাড়া জামে মসজিদ, সুলতানপুর পূর্ব মোল্যাপাড়া জামে মসজিদ, সুলতানপুর কলুরপুকুর জামে মসজিদ এবং সুলতানপুর বাবুপাড়া জামে মসজিদ।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

পরবর্তীতে মরহুমের নিজ বাসভবনে স্থানীয় ইমাম, হাফেজ, আলেম ও দাফনকার্যে জড়িত ব্যক্তিদের জন্য খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা সাবেক এজি অফিসার মোঃ নাজমুল হক বিশ্বাস, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, বর্তমান ও সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন ও মোঃ ফজলুর রহমান বাবু, মোঃ মমিনুল ইসলাম বিপ্লবসহ সুলতানপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো পড়ুন

সর্বশেষ