নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া আগামী নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করাও আরেকটি চ্যালেঞ্জ। কারণ, মানুষ অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলো। স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার আজ (শনিবার) সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে একথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল বা অপতথ্য ছড়ানোর বিষয়টি আমাদের ভাবাচ্ছে। আগামী নির্বাচনকালে অপতথ্যের বিস্তার এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। আমরা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এসমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করছি। এটি আধুনিক যুগের আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়ে মারাত্মক। সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষকে সচেতন করতে এবং এ সমস্যা সমাধানে প্রচলিত গণমাধ্যমগুলোর সহায়তা প্রয়োজন। একই সাথে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে গণমাধ্যমের ভূমিকা দরকার।
ব্রিফিংকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

