শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

প্রেসক্লাব মহম্মদপুর’র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নিতাই রায় চৌধুরী

আরো খবর

মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গত (২৬জুলাই) রাতে প্রেসক্লাব মহম্মদপুরের উপস্থিত হয়ে সংবাদিকদের খোঁজ খবর নেন। 

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করান। এসময় অ্যাডভোকেট নিতাই রায়,চৌধুরী সাংবাদিকদের পেশাগত একনিষ্ঠতা বজায় রেখে সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা করার আহ্বান জানান।

তিনি বলেন,”সাংবাদিকরা জাতির দর্পণ।মত-পথ নির্বিশেষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে উন্নত সমাজ ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।”তিনি মহম্মদপুরের উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায়

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাপ্তাহিক মহম্মদপুর বার্তা’র সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদ মিল্টন,দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তারা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ