শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষার দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ জুলাই) সকাল ১১ টার উপজেলা পরিষদের সামনে ৮ টি বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন ।
মানববন্ধনে তারা দাবি করেন,২০২৫ সালে ১৭ জুলাই বিজ্ঞাপন জারিকরা হয় বেসরকারি কিন্ডার গার্ডেন শিক্ষার্থী সরকারি ভিত্তিতে অংশগ্রহণ করবে না। তারই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত ছিলেন,রাগিব আহসান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক-নাসির উদ্দিন, নব কিশোলয় প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক-আবুল কালাম আজাদ, আদর্শ এডাস স্কুলের প্রধান শিক্ষক তিতুমীর রহমান, প্রতিভা এডাস স্কুলের প্রধান শিক্ষক রোজিনা খাতুন,সাইল্ডকেয়ার এডাস স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী , সবুজ কুড়ী কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক রজোব আলী,লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বেলা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কারুজ্জামান সহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

