আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ১০ নং প্রতাপনগর ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতাপনগরের তালতলা বাজারের দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন তাঁতী দল নেতা মোঃ আব্দুর রাশেদ গাজী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শাখা তাঁতী দলের আহবায়ক আমীর হোসেন বাদশা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মেহেদী হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আশাশুনি উপজেলা জাসাস এর আহ্বায়ক মির্জা আসাদুজ্জামান আসাদ, প্রতাপনগর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী, শ্রমিক নেতা সাব্বির হোসেন, আনারুল ইসলাম মোড়ল সহ নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বলেন, দেশ বিরোধী অপশক্তিকে রুখে দিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

