শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে “জুলাই পুনর্জাগরণ “ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

আরো খবর

 

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধিঃ “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। (২৮জুলাই) রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু আহসান।

তিনি বলেন“আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমাদের অত্র জনগোষ্ঠীকে সরকারি নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ করা হবে ।এই আয়োজনের মূল লক্ষ্য হলো—জুলাই মাসে আত্মত্যাগকারী মহান ব্যক্তিদের স্মরণ করা  এবং সেই উপলক্ষে দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”

এই আয়োজনে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের একটি দল বিভিন্ন রোগের রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ  প্রদান করেন।দূর-দূরান্ত থেকে নানা বয়সী অসংখ্য নারী-পুরুষ চিকিৎসা নিতে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,সহ-সভাপতি মাহমুদুন্নবী ডাবলুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ