শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নুরুজ্জমান ওরফে জামান (২২) নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জমান পলিয়ানপুর গ্রামের মোজাম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর ঘাতক বড় ভাই উজ্জল (২৭) পালিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জল হোসেন তার স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে ছোট ভাইয়ের পরিবারের সঙ্গে থাকতেন এবং সেখানেই খাওয়াদাওয়া করতেন। সোমবার সকালে খাওয়াদাওয়া নিয়ে উজ্জল ও নুরুজ্জমানের পরিবারের সদস্যদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নুরুজ্জমান এসে বড় ভাইয়ের আচরণের প্রতিবাদ করলে রাগের মাথায় উজ্জল তার সঙ্গে থাকা পেয়ারা কাটার ছুরি দিয়ে নুরুজ্জমানের পেটে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় নুরুজ্জমানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ভৈরবা নামক স্থানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ভাইকে ধরতে পুলিশের অভিযান চলছে।”

আরো পড়ুন

সর্বশেষ