শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মারিওপোলের ১৬০০০ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে রুশ সেনারা: মেয়র

আরো খবর

 

ইউক্রেনের মারিওপোল শহরের মেয়র ভিদিম বয়শেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সেনারা ওই অঞ্চলটির অন্তত ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে। তাদেরকে স্তারি ক্রিম, মানহাশ ও ভিনোরাদনে গ্রামের নিকটবর্তী গণকবরে সমাহিত করা হয়েছে।

মারিওপোলের মেয়র জানান, মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত স্তারি ক্রিম গ্রামের সমাধি ক্ষেত্রে ২৫টি গর্তের সন্ধান পাওয়া গেছে। তার দাবি, কয়েক ধাপে এসব গর্তে মরদেহ সমাহিত করা হয়েছে। এরপর সেগুলোকে এক ব্যক্তির কবর হিসেবে দেখিয়ে নামফলক লাগানো হয়েছে।
ভিদিম বয়শেঙ্কো আরও বলেন, ‘আমাদের হিসেব মতে মারিওপোলে ২২ হাজার মানুষ নিহত হয়েছে। তবে তথ্য বলছে পরিস্থিতি আরও ভয়ংকর।’

এই মেয়র আরও দাবি করেন, এখনও ধ্বংসস্তুপের মধ্যে এখন হাজারো মরদেহ চাপা পড়ে আছে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ