শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ভাটায় নারী শ্রমিক ধর্ষণ: দুই যুবকের বিরুদ্ধে চার্জশিট

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন চাঁচড়া তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আকরাম হোসেন এবং অসিম সরদারের ছেলে রাব্বি হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল চার্জশিটটি আদালতে দাখিল করেছেন।
পুলিশ ও মামলার সূত্র জানায়, বাগেরহাট এলাকার একটি ইটভাটায় প্রায় পাঁচ মাস ধরে কাজ করছিলেন ওই নারী শ্রমিক। ভাটার পাশের একটি কুঁড়েঘরে স্বামী ও সন্তানসহ বসবাস করতেন তিনি। অভিযুক্ত আকরাম ওই এলাকায় একজন বখাটে হিসেবে পরিচিত এবং রাব্বি একই ভাটায় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
গত ২৫ এপ্রিল ভোরে কাজ শেষে পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে তাকে জাপটে ধরে মুখ চেপে ধরে ভাটার পটের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় রাব্বি হোসেন তাকে সহযোগিতা করেন বলে অভিযোগ। ঘটনার পর ভুক্তভোগী নারী বিষয়টি স্বামী ও ইটভাটা মালিককে জানান। পরদিন থানায় মামলা করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, আকরাম মাদকাসক্ত এবং আগে থেকেই ওই নারীর ক্ষতি করার চেষ্টা করছিলেন। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থেকে তিনি ধর্ষণ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকেই আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ