শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০ ভায়াল এন্টিভেনম হস্তান্তর করেছে রোটেক্স ফাউন্ডেশন। গত ১ আগস্ট ২০২৫, স্থানীয় মানবিক সংগঠন “শৈলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” -এর মাধ্যমে এন্টিভেনমগুলো সরবরাহ করা হয়।
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন মোহাম্মদ রোকনুজ্জামান। আজ (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এন্টিভেনমগুলো শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদ আলম মামুন-এর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি-র এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক সাকিবুল ইসলাম সজীব, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নুরুজ্জামান কোয়েল, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোঃ ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে সাপে কাটা রোগীদের জন্য স্থানীয় পর্যায়ে চিকিৎসা আরও সহজলভ্য ও দ্রুততর হবে। এতে করে অমূল্য অনেক প্রাণ রক্ষা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, রোটেক্স ফাউন্ডেশন ও শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি মানবতার সেবায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য-সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সবার প্রতি আহ্বান জানানো হয়েছে সাপে কাটলে ঝাড়ফুঁকে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য। সময়মতো চিকিৎসা নিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

