শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চুরি করে নিয়ে যাওয়া গাছ ফিরিয়ে আনা হলো আবার স্বাস্থ্য কমপ্লেক্সে

আরো খবর

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি করে নিয়ে যাওয়া গাছ ফিরিয়ে আনা হলো আবার স্বাস্থ্য কমপ্লেক্সে

 

মহেশপুর প্রতিনিধি:
স্বাস্থ্য কমপ্লেক্স বন্দ শুক্রবার, আর এ সুযোগে শুক্রবার সকালে আম্পান ঝড়ে পড়ে যাওয়া লাখ টাকা মুল্যের সরকারী মুল্যবান গাছ গুলো কেটে ভ্যান বোঝাই করে নিয়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদ। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সু-চতুর এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদ চুরি করে নিয়ে যাওয়া সরকারী গাছ গুলো ৭ দিন পর আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়।
একের পর এক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাছ চুরির ঘটনা ঘটলেও বরাবরের মত গাছ চুরির মুল হোতা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদ রয়েছে ধরা ছোয়ার বাইরে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদের সাথে উপরের বর বর কর্মকর্তাদের সাথে রয়েছে ভগীর সম্পর্ক। যারই কারনেই সুধু ঘাছ না এর থেকে বর বর চুরির ঘটনা ঘটালেও চালক ফারুক আহাম্মেদের কিছুই হবেনা।
স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বসবাসকারী ওলিয়ার রহমান জানান, ফারুক ভায়ের কথা মত আমরা ভ্যান বোঝাই করে কাঠ নিয়ে গিয়েছিলাম। আবার ভায়েই কথা মত আমরা গাছ গুলো ফেরতও এনেছি।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সুত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদ প্রায় ১৫ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইটও)কে ম্যানেজ করেই সরকারী বড় বড় গাছ রাতে ও ভোরে কেটে সাবার করে দিয়েছে বিভিন্ন সময়ে। তার পরও কর্মকর্তারা তাকে কিছুই বলেন না। বা এসব বিষয়ে আজ পর্যন্ত কোন তদন্তও হয়নি।
সুত্রটি আরও জানান, যদি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তদন্তে মাঠে নামেন তাহলে স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদের কোটি কোটি টাকার উৎস্য ধরা পরে যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যোল অফিসার রাজু আহাম্মেদ জানান, আমি তো কিছুদিন হলো এখানে এসেছি আমার পরই তো এঘটনা। এর আগে কি হয়েছে তা তো আর আমার জানানেই।
জেলা সিভিল ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানান, আমি ঢাকাতে জরুরী একটি প্রগ্রামে যাচ্ছি তার পরও বিষয়টি আমি খোজ খবর নিচ্ছি।
উল্লেখ্যঃ গত ২২ মে আম্পান ঝড়ে পড়ে যাওয়া লাখ টাকা মুল্যের সরকারী মুল্যবান গাছ গুলো কেটে প্রকাশ্য দিবালকে ভ্যান বোঝাই করে বিক্রির উদ্যোশে নিয়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যা¤ু^লেন্স চালক ফারুক আহাম্মেদের। এসংবাদ প্রকাশ হলেই চুরি করে নিয়ে যাওয়া সরকারী গাছ গুলো ৭ দিন পর আবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ