শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তির নিহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে ইজিবাইকের ধাক্কায় আজিজুল ইসলাম জুলু (৬০) নামে এক ব্যক্তির নিহত হয়েছে । আজ বুধবার দুপুর একটার দিকে যশোর সদর উপজেলার যশোর ছুটিপুর সড়কের জামতলায় এদুঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত: রহমান বিশ্বাসের ছেলে।
ছোট ভাই রইচ বিশ্বাস জানান, বুধবার দুপুর একটার দিকে,বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল যোগে পুরাতন বাড়িতে যাওয়ার সময় যশোর ছুটিপুর সড়কের সদর উপজেলার সুজলপুর জামতলা নতুন বিল্ডিংয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ পরবর্তী কার্যক্রম ও ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।
কোতয়ালী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) জাহাঙ্গীর, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা স্থলে উপ-পরিদর্শক (এসআই) পায়েল গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ