শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে আল্লাহ দান ফার্মেসি ও চিকিৎসালয়ে মোঃ আসমউল্লাহ বিশ্বাস নামের এক ভুয়া চিকিৎসককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ আগস্ট) সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোঃ আসমউল্লাহ বিশ্বাস নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার প্রেসক্রিপশন প্যাডে লেখা ছিল: “ডা. মোঃ আসমউল্লাহ বিশ্বাস, ডিএইচএমএস (ঢাকা), রেজি নং: ২২৫৭২”। অথচ, অভিযানের সময় তিনি কোনো বৈধ সনদপত্র বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর রেজিস্ট্রেশন দেখাতে পারেননি।
ঘটনার সূত্রপাত ঘটে গত ৫ আগস্ট, যখন তার ভুল চিকিৎসার কারণে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষণিকভাবে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ বলেন, “শুধুমাত্র এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী এবং BMDC-রেজিস্ট্রার্ড চিকিৎসকরাই প্রেসক্রিপশন লেখার অধিকার রাখেন। ডিপ্লোমা ডিগ্রিধারী বা বিকল্প ধারার চিকিৎসকরা প্রেসক্রিপশন দিতে পারেন না।”
তিনি আরও জানান, “ভুয়া পরিচয়ে চিকিৎসা সেবা প্রদান এবং ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর মতো গুরুতর অপরাধের প্রেক্ষিতে মোঃ আসমউল্লাহ বিশ্বাসকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।”
এই ঘটনা কেশবপুরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানালেও, আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকে।
গ্রামগঞ্জে এভাবে ভুয়া ডাক্তারদের হাতে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। প্রয়োজন যথাযথ সচেতনতা ও নিয়মিত তদারকি, যাতে মানুষ প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় এবং কোনো নিরীহ প্রাণ আর যেন ভুল চিকিৎসার বলি না হয়।

আরো পড়ুন

সর্বশেষ