শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলের কালিয়ায় চাঁদাবাজি লুটপাট: বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ (৪৫) ও পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল ওরফে ধলু শেখ (৩৯)সহ মোট ৭জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

অন্যান্য অভিযু্ক্তরা হলেন, মো. ইনামুল শেখ ওরফে কালু (৪০), গোলাম রসুল মান্দার শেখ (৬২), মো. মিরাজ শেখ (৩৩), মো. ইমরান শেখ (৩৪) ও মো. সাদ্দাম শেখ (৩২)। কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকার জনৈক প্রবাসীর স্ত্রী  রহিমা খানম এসব অভিযোগ এনে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ৩, তারিখ- ০৫/০৮/২০২৫)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়,  বাদী রহিমা খানমের স্বামী কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা করতেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর গত ১০/০৮/২০২৪ তারিখে আসামীরা দোকানে এসে বাদীর দেবরের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামীরা গত ০২.০৩.২০২৫ তারিখে পূনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাদীর দেবরকে কিল ঘুসি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা সহ ১২ লাখ ২৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

এ বিষয়ে কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও মামলার আসামী সেলিম রেজা ইউসুফ বলেন, মামলাটি মিথ্যা ও বানোয়াট এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা  দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ