শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মহেশপুরের ফতেপুর ইউনিয়ন পরিষদ ও সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয় চত্তরে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।

এ সময় ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ও সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এলাকার যুবকদের ও কিশোরীদের মাঝে দুই শতাধীক বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ খাইরুল বাশার।
পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের অডিট অফিসার মোঃ তফসির হোসেন, মোঃ মিনহাজ রেজা, শাখা ব্যবস্থাপক মোছাঃ মাসুদা পারভিন,মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কো-অডিনেটর মোঃ কামরুজ্জামান,কবির হোসেন, জাহিদা খাতুন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ