শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকসহ চোরাচালানী পণ্য আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভারত হতে চোরাই পথে আসা বিভিন্নধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করেছেন।
বৃহষ্পতিবার ( ০৭ আগস্ট ২০২৫ ) তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, বেনাপোল, শাহজাদপুর, ধান্যখোলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, গাঁজা, গরু, শাড়ী, থ্রি-পিস, কম্বল, চকলেট, ঔষধ, বা”জি, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আ”টক করে। আটককৃত মালা”মালের মূল্য এগারো লক্ষ একত্রিশ হাজার নয়শত টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন।
যশোর বিজিবি ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিজিবির অভিযানে বিভিন্নধরনের চোরাচালানী পণ্য আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক ও চোরাচালানী পণ্য আটকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ