কেশবপুর প্রতিনিধি: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন করলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে সাগরদাঁড়ীর মধুপল্লীতে আগমনের সাথে সাথেই তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্নসচিব পারভেজ মল্লিক ও নিগার সুলতানা এবং কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান প্রমুখ।
পরিদর্শন শেষে সিনিয়র সচিব এম এ কামাল সাংবাদিকদের বলেন, মধুপল্লীর মধ্যে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পৃথক স্থানে হস্তান্তর করলে শিক্ষার পরিবেশ ফিরে পাবেন শিক্ষার্থীরা, সাথে সাথে মধু পল্লীর নিজস্ব সক্রিয়তাও বজায় থাকবে। #

