শ্যামনগর প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক সমাজ মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার সকাল ১০ টাায় শ্যামনগর মাইক্রোস্টান্ডে এ কর্মসূচির আয়োজন করে শ্যামনগর প্রেসক্লাব। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকেরা।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরন্নবী ইমন,সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন,রিপোটার্স ক্লাবের গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,শ্যামনগর সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মিশুক প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

