শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি মুকুলের গণসংযোগ 

আরো খবর

সমীর রায়, আশাশুনি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতক্ষীরা ০৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি আইয়ুব হোসেন মুকুল।
গতকাল বিকালে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে তিনি বুধহাটা বাজারের করিম সুপার মার্কেট, কুল্যা বাসস্ট্যান্ড মোড়, গুনাকরকাটি বাজার চত্বরে গণসংযোগ করে সাধারণ মানুষের সাথে কথা বলেন।
তিনি বলেন ২০২৪ এর ৫ আগষ্টে গণতন্ত্র হরণকারী শেখ হাসিনার বিদায়ের পর মানুষ শুধুমাত্র তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। কিন্তু গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা জাতির কাছে পেশ করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা নিয়ে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।
অবহেলিত আশাশুনির যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত আশাশুনি গড়তে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
পথসভা শেষে তিনি গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া মাজার শরীফ জিয়ারত করেন।
এছাড়া তিনি কাদাকাটি হাজী মার্কেট, কাদাকাটি বাজার ও দরগাহপুরের শ্রীধরপুর মোড়, কালাবাগি বাজার ও দরগাহপুরের কলেজ মোড় এলাকায় পৃথক পৃথক পথসভা ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দরগাহপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাবু, ছাত্রদলের সাবেক সেক্রেটারি জালাল জোয়ার্দার সহ কালিগঞ্জ ও আশাশুনি বিএনপির নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ