শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনি প্রেসক্লাবে ২২ সদস্য অন্তর্ভুক্ত : রিপোর্টার্স ক্লাব বিলুপ্ত

আরো খবর

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জি এম আল ফারুক।
সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সহ সভাপতি আব্দুল আলীম, আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশাহ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
সভায় আয় ব্যয়ের হিসাব, নতুন ২২ সদস্য অন্তর্ভুক্তির অনুমোদন, সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সেক্রেটারী রিপোর্টার্স ক্লাব বিলুপ্ত ঘোষণা করেন। সকল সাংবাদিকদের আশাশুনি প্রেসক্লাবের এক প্লাটফর্মে আসার জন্য সদস্য আহ্বান করা হলে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সেক্রেটারী সহ ৩৬ জন আবেদন করলে ২২ জনকে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাকিদের সহযোগী সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ