মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে উদযাপিত হয়েছে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী। রোববার (১০ আগস্ট) সকাল ৯টায় নড়াইলের মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল ও কোরআনখানির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন,এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব,এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন,জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান আর্ট কলেজ,মুক্তিযোদ্ধা সংসদ, মূর্ছনা সংগীত একাডেমিসহ বিভিন্ন সংগঠন।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক ও ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকইনা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন,এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী,চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমুখ। এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে এস এম সুলতানের শিল্পজীবন,আন্তর্জাতিক খ্যাতি ও শিল্পকর্মের গুরুত্ব তুলে ধরেন।

