নিজস্ব প্রতিনিধি: বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় কম্বল, শাড়ী, ওষুধ, বিদেশি মদ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী সহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন, একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন হোসেন।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেনাপোল, মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, থ্রিপিস, কম্বল,বিভিন্ন প্রকার ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃত এসব মালামালের মূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা। আটক আসামিদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

