শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ছিনতাই-প্রতারক চক্রের ১১ সদস্য আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ছিনতাই ও প্রতারণাসহ একাধিক মামলার ১১ আসামিকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র বেনাপোল ইমিগ্রেশনে আগত অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিত।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, আটক ব্যক্তিরা প্রায় এক যুগ ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বেনাপোল চেকপোস্ট এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা এলাকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

আটক ব্যক্তিরা হলেন— বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), আনোয়ারের ছেলে বাবু (২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০),সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত (২৮),গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশারী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) এবং ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।

আটককৃতদের অধিকাংশই বড়আঁচড়া ও সাদিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও প্রতারণার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, বহিরাগত পাসপোর্ট যাত্রীদের সতর্কতার জন্য এসব আসামিদের ছবিযুক্ত পোষ্টার টাঙ্গিয়ে রাখার। যাতে বেনাপোলে আগত পাসপোর্ট যাত্রীরা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পাই। এবং প্রশাসনের উদ্যোগে দ্রুত বেনাপোল পৌরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানান।

আরো পড়ুন

সর্বশেষ